ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল খায়ের মোহাম্মদ রাসেল এর বদলী আদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও রাস্তা অবরোধ করেছেন তার সহকর্মী ও স্থানীয় জনসাধারণ।
আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের সামনের সড়কে (বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়ক) সকাল ১০টা থেকে দুই ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১১ বছর ধরে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দিয়ে আসছেন রাজাপুরের সন্তান আবুল খায়ের। তিনি বিগতদিনের তুলনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার মান বহুগুনে উন্নয়ন করেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে দুইটি অপারেশন থিয়েটার, দাঁতের চিকিৎসার আধুনিক যন্ত্রপাতিসহ ডেন্টালের এমবিবিএস চিকিৎসক, শিশু বিশেষজ্ঞ, গাইনি বিশেষজ্ঞসহ হাসপাতালে বর্তমানে এক ডজনের বেশি চিকিৎষক রয়েছেন। শীতাতপ নিয়ন্ত্রিত জরুরী বিভাগ, পুরো হাসপাতালের নিরাপত্তার স্বার্থে সিসি টিভি ক্যামেরার আওতায় আনা, গর্ভবতী মায়েদের অস্ত্রোপচার ছাড়াই সন্তান প্রসবের ব্যবস্থা করেন তিনি। এ ছাড়াও উপজেলা স্বাস্থ্য কমল্পেক্সের সার্বিক পরিবেশ উন্নয়নে আবুল খায়েরের ব্যাপক অবদান রয়েছে।
বক্তারা আরো বলেন, স্বাস্থসেবার মান বৃদ্ধি হওয়ায় সরকারি স্বাস্থ কমপ্লেক্সটিতে রোগীদের ভীড় দিন দিন বেড়েই চলছে। এতে ব্যবসায়ীক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় ক্লিনিক ব্যবসায়ীরা। ফলে ক্লিনিক ব্যবসায়ীদের একটি অংশ আবুল খায়েরর বিরুদ্ধে চক্রান্ত শুরু করে। এতে ক্ষুব্ধ হয়ে আবুল খায়ের নিজেই তার বদলীর আবেদন করলে স্বাস্থ্য বিভাগ তাকে পিরোজপুরের কাউখালী উপজেলায় বদলী করে।
গতকাল বুধবার বদলীর খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষুব্ধ হন স্থানীয়রা। তারা আজ মানববন্ধন করে বদলীর আদেশ প্রত্যাহারের দাবী জানান। অবিলম্বে বদলীর আদেশ প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুশিয়ারি দেন মানববন্ধনে বক্তারা।
মানববন্ধনের এক পর্যায়ে সড়কে বসে পড়েন আন্দোলনকারীরা। এতে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কে যান চালাচলে প্রতিবন্ধকতা তৈরি হলে ঘটনাস্থলে ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ জহর আলী এসে মানববন্ধনকারীদের দাবীর বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষের কাছে জানানোর আশ্বাস দিলে দুপুর সারে ১২টার দিকে মানববন্ধনকারীরা মহাসড়ক ছেড়ে দেন।
এসময়ে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেন, রাজাপুর কাঠালিয়া (সার্কেল) সহকারী পুলিশ সুপার মোঃ রানা, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান, উপজেলা ভাইস-চেয়ারম্যান মহিলা আফরোজা আক্তার লাইজু, সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল সিকদার, সিদ্দিকুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মানববন্ধনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারীসহ উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার সহাস্রাধীক নারী-পুরুষ অংশ নেন।