ঝালকাঠি রাজাপুরে মহান স্বাধীনতা দিবসে শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ। শনিবার সকাল সাতটার দিকে রাজাপুর উপজেলা শহরের স্কুল মার্কেট এলাকায় হামলার এ ঘটনা ঘটে।
এসময় ছাত্রলীগকর্মীরা রাজাপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল ইমরান কিরণকে কুপিয়ে জখম করে। হামলায় আরো ৮ থেকে ১০ জন ছাত্রদলকর্মী আহত হয়। আহত কিরণকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ছাত্রদল নেতারা অভিযোগ করে বলেন, স্বাধীনতা দিবসে শহীদ মিনারে ফুল দেওয়ার পর ছাত্রদল নেতাকর্মীরা মিছিল নিয়ে ফিরে আসার সময় স্কুল মার্কেট এলাকায় আগে থেকে অবস্থান নেওয়া ছাত্রলীগ নেতাকর্মীরা আমাদের উপর হামলা চালায়। এ সময় ছাত্রলীগ নেতাকর্মীরা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল ইমরান কিরণকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হামলার ঘটনা অস্বীকার করে রাজাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ বাবু বলেন, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা ব্যস্ত ছিল। ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ হামলার ঘটনা ঘটতে পারে।
রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো.মোস্তফা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ও স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছে। এ ব্যাপারে পুলিশের কাছে এখনো কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।