Tags: ক্রিকেট, বাংলাদেশ ক্রিকেট দল, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা, সাকিব আল হাসান
সিরিজ খেলবেন না এমনটাই নির্ধারিত ছিল সাকিবের। শেষমেশ নানা নাটকীয়তার পর দলের সঙ্গে যোগ দিলেন। এরপর ৭৭ রানের অনবদ্য ইনিংস খেলে দলের জয়ে বড় ভূমিকাও রাখলেন। প্রমাণ করে দিলেন তিনিই চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়নস।
বিশ্বসেরা এ অলরাউন্ডার ম্যাচসেরার পুরস্কার নেয়ার সময় অবশ্য বরাবরের মতো পেশাদার। গত কয়েক সপ্তাহ যে ঝড় বয়ে গেছে তার ওপর সেটা বোঝা গেল না। বাংলাদেশ ক্রিকেটের এ পোস্টার বয় জানালেন উইকেট বড় রানের উপযুক্ত ছিল। বাংলাদেশ টস হারলেও তাদের নজর ছিল ৩০০ রানে।
সাকিব বলেন, ‘৭-৮ বল খেলার পর আমি বুঝতে পেরেছি যে উইকেটটা ভালো। আমাদের মাথায় ৩০০ রান ছিল। তামিম ও লিটন আমাদের ভাল শুরু এনে দিয়েছে। পুরনো বলে আমাদের ভালো ব্যাট করা দরকার ছিল।’
সাকিবের সঙ্গে চতুর্থ উইকেটে ১১৫ রানের জুটি গড়েন ইয়াসির রাব্বি। ওই জুটিতে বাংলাদেশ এগিয়ে যায় বড় সংগ্রহের পথে। ম্যাচ শেষে তরুণ এ ব্যাটারের প্রশংসা করলেন সাকিব।
তিনি বলেন, ‘ইয়াসির খুব ভালো ব্যাট করেছে। আমার আর ওর জুটিটা গুরুত্বপূর্ণ ছিল। এতে ওর কৃতিত্ব অনেক। ১০ ওভার শেষে বলের শাইন চলে যাওয়ার পর খুব একটা বিপদ ছিল না। আমাদের হিসেব করে ঝুঁকি নিতে হয়েছে। সেটাতে আমরা সফল।’
Shakib🗣️:"I thought it was a good wicket and 300 was must. We got a good start through Litton and Tamim. Yasir batted really well. Our partnership was important. The momentum we got between 30-40 changed the complexion."
WRAP:
👉 https://t.co/9LZ4Cwrlen 👈#SAvsBAN | #SAvBAN pic.twitter.com/brR3fCf9sd— 🏏Flashscore Cricket Commentators (@FlashCric) March 18, 2022