জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের জন্মদিনে বিশালাকৃতির কেক কেটে উদযাপন করেছে ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টি। মহানগর দক্ষিণের প্রতিটি থানা ও ওয়ার্ড নেতারা ফুলেল শুভেচ্ছা জানান জিএম কাদেরকে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জাপার কাকরাইল কার্যালয়ে পার্টির ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে পার্টির চেয়ারম্যানের জন্মদিন উপলক্ষে জন্মদিন উদযাপনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি এবং মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল জিএম কাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করেন।
পরে পর্যায়ক্রমে বিভিন্নস্তরের নেতাকর্মীরা ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান পার্টির চেয়ারম্যানকে। পরে মহানগর ও বিভিন্ন থানা নেতৃবৃন্দদের আনা কর্মীদের নিয়ে কেক কাটেন জিএম কাদের। জিএম কাদেরের জন্মদিন উপলক্ষে পার্টির কাকরাইল কার্যালয়ের সামনে আতশবাজি করে নগর দক্ষিণের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এড. শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, এড. মোঃ রেজাউল ইসলাম ভূঞা, জহিরুল ইসলাম জহির, চেয়ারম্যান এর উপদেষ্টা ড. নুরুল আজহার শামীম, মনিরুল ইসলাম মিলন, এড. নুরুল ইসলাম তালুকদার এমপি, মোঃ হারুনার রশিদ, ভাইস চেয়ারম্যান মোঃ আরিফুর রহমান খান, শফিকুল ইসলাম শফিক, সালমা হোসেন, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, বেলাল হোসেন, ফকরুল আহসান শাহজাদা, সম্পাদক মন্ডলির সদস্য নির্মল দাস, মোঃ ফারুক হোসেন, হুমায়ুন খান, সৈয়দ ইফতেকার আহসান হাসান, সুলতান মাহমুদ, মিজানুর রহমান মিরু, যুগ্ম সম্পাদক মন্ডলির সদস্য সুজন দে, মাহমুদ আলম, সমরেশ মন্ডল মানিক, শাহানাজ পারভীন, কেন্দ্রীয় সদস্য মোঃ সামসুল হুদা মিয়া, মনিরুজ্জামান টিটু, মিজানুর রহমান দুলাল, এড. আবু ওয়াহাব, হাজী মুস্তাইন বিল্লাহ, শাহীন আরা সুলতানা রিমা, ছাত্র নেতা নাজমুল হাসান রেজা, জুবায়ের আহমেদ, শেখ মাসুক রহমান প্রমুখ।