Tags: জাতীয় যুব সংহতি, রাজনীতি
জাতীয় যুব সংহতি ঢাকা মহানগর উত্তরের পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মো. আবু নাছের বাদলকে আহবায়ক এবং মো. সাহিদ আলমকে সদস্য-সচিব করা হয়েছে।
আজ রবিবার জাতীয় যুব সংহতির আহবায়ক সাবেক এমপি এইচ এম শাহরিয়ার আসিফ ও সদস্য সচিব আহাদ ইউ চৌধুরী শাহীন সাংগঠনিক কার্যক্রমকে আরো বেগবান ও গতিশীল করার লক্ষ্যে গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে এক সাংগঠনিক নির্দেশে এই কমিটি ঘোষণা করেন।
দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক ও সদস্য সচিবকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রীয় দফতরে প্রেরণের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।