Tags: আন্তর্জাতিক নারী দিবস, জয়পুরহাট, নারী
জয়পুরহাটে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা, জয়পুরহাট এর সহযোগিতায় আলোচনা অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস ৮ ই মার্চ সফলভাবে উদযাপিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন- জয়পুরহাট জেলার, জেলা প্রশাসক জনাব মোঃ শরিফুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব মোঃ মাছুম আহমদ জয়পুরহাট জেলার পুলিশ সুপার আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ আরিফুল ইসলাম, চেয়ারম্যান জয়পুরহাট জেলা পরিষদ ও সভাপতি জয়পুরহাট জেলা আওয়ামী লীগ ,জয়পুরহাট। উপস্থিত ছিলেন জনাব মোঃ এস এম সোলায়মান আলী, চেয়ারম্যান, উপজেলা পরিষদ জয়পুরহাট সদর , জনাব উম্মুল বনানী দ্যুতি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জয়পুরহাট জনাব মোঃ জাকির হোসেন ,সাধারণ সম্পাদক জয়পুরহাট জেলা আওয়ামী লীগ ,জয়পুরহাট এবং উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব সাবিনা সুলতানা উপ-পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর জয়পুরহাট।
অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছেন জয়পুরহাট জেলার বিভিন্ন মহিলা বিষয়ক সংস্থা ও সংগঠন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা প্রশাসক মোঃ শরিফুল ইসলাম তিনি তার বক্তব্যে বলেন সকল নারীর স্বাবলম্বী হওয়ার কথা।
তিনি আরো বলেন- বাংলাদেশের প্রায় সকল সেক্টরে নারীদের ভূমিকা অপরিসীম এবং প্রায় সকল জায়গায় গুরুত্বপূর্ণ পদে নারীরা আছেন। সুতরাং নারীদের অন্য পরিচয়ে নয় নিজের পরিচয়ে এগিয়ে যেতে হবে। আরো বিশেষ অতিথি হিসেবে বক্তব্য গুরুত্বপূর্ণ রাখেন জয়পুরহাট জেলার পুলিশ সুপার সহ আরো অনেকেই। উক্ত অনুষ্ঠানে আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের দৈনিক এর সংবাদ কর্মীদের উপস্থিতি ছিল।