Tags: কুড়িগ্রাম, চিলমারী, সয়াবিন তেল
কুড়িগ্রামের চিলমারীতে ভোজ্য তেল মজুদের অপরাধে এক ব্যবসায়ীর জরিমানা করা হয়েছে। কুড়িগ্রাম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই ব্যবসায়ীর এ জরিমানা করেন।
ভোক্তা অধিকার সুত্র জানায়, চিলমারী উপজেলার থানাহাট বাজারস্থ সোহেল এন্ড ব্রাদার্স এর গোডাউনে গোপন সংবাদের ভিত্তিতে একটি টিম অভিযান চালায়। এসময় ৬১২লিটার সোয়াবিন তেল মজুদ পাওয়ায় সোহেল এন্ড ব্রাদার্সের ওই ব্যবসায়ীর ১০হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় সহকারি পরিচালক উপস্থিত থেকে মজুদকৃত ৫০০মিলি লিটার পরিমাণের ১হাজার ২২৪ বোতল তেল বোতল প্রতি ৮৬টাকা দরে স্থানীয় জনতার মাঝে বিক্রি করিয়ে নেন তিনি।