হত-দরিদ্র পরিবারের কর্তা মোঃ গিয়াস উদ্দীন (৪৫)। তাঁর বাড়ি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বামন কুমার গ্রামে। তিনি ওই এলাকার বশির উদ্দীনের ছেলে।
দীর্ঘদিন ধরে তিনি কর্মহীন হয়ে বেকার সময় পার করছেন। এতে ৬ সদস্যের পরিবার নিয়ে হিমশিম খেতে হচ্ছে তাঁকে। এ অবস্থায় তার বেকারত্ব লাঘব করতে পাশে দাঁড়িয়েছে ‘বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন’ নামের একটি সংগঠন। সংগঠনের পক্ষ থেকে তাঁকে একটি চার্জার অটোভ্যান কিনে দেয়া হয়েছে।
সম্প্রতি আনুষ্ঠানিকভাবে গিয়াস উদ্দীনের হাতে অটোভ্যান তুলে দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পঞ্চগড় জেলা শাখার সভাপতি ওয়ালিউর রহমান। এসময় জেলা শাখার সাধারণ সম্পাদক তোফায়েল প্রধান, আটোয়ারী থানা শাখার সভাপতি সাদ্দাম হোসেন উপস্থিত ছিলেন।
চার্জার অটোভ্যান পেয়ে আনন্দিত গিয়াস উদ্দীন। তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন শ্রমিক কল্যাণ ফেডারেশনসহ সংশ্লিষ্টদের।
ফেডারেশনের পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক তোফায়েল প্রধান বলেন, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের সংগঠণ কাজ করে যাচ্ছে। আমরা আমাদের সামর্থ্যের আলোকে অসহায় শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আমাদের এ ধরণের কর্মসূচি অব্যাহত থাকবে।