Tags: ইফতার, ঘিওর, ঘিওর থানা, মানিকগঞ্জ
মানিকগঞ্জের ঘিওর থানা পুলিশের উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) ঘিওর থানা প্রাঙ্গনে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম আজাদ খান।
ঘিওর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার শিবালয় (সার্কেল) নুরজাহান লাবনী আক্তার, ঘিওর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হামিদুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ মোহছেন উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইসতিয়াক আহমেদ শামীম, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মাহেলা, ঘিওর প্রেস ক্লাবের সভাপতি মোঃ আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক রাম প্রসাদ সরকার দিপুসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও রাজনৈতিক নেতৃবৃন্দ।