Tags: ঘিওর, মানিকগঞ্জ, সংবাদ সম্মেলন
পবিত্র মাহে রমজান উপলক্ষে মানিকগঞ্জের ঘিওরে জাতীয় উলামা মাশায়েক আইম্মা পরিষদের আয়োজনে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১ এপ্রিল) বাদ জুম্মা একটি বর্ণাঢ্য র্যালি ঘিওর কুস্তা বন্দর জামে মসজিদের সামনে থেকে বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঘিওর বাসস্টেশন এলাকায় পথ সভা করে।
ঘিওর উপজেলা জাতীয় উলামা মাশায়েক আইম্মার সভাপতি মুফতি মুহাম্মদুল্লাহ এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন ঘিওর থানা অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব, জেলা জাতীয় উলামা মাশায়েক আইম্মার সাধারণ সম্পাদক মুফতি নিজাম উদ্দিন।
র্যালিতে বিভিন্ন মসজিদের ইমাম, মুসল্লি মাদ্রাসার শিক্ষকসহ শিক্ষার্থীরা অংশ নেন। এসময় বক্তারা আসন্ন মাহে রমজানে সকলকে রোজা রাখার আহবান জানান এবং রমজানের পবিত্রতা রক্ষা করে রোজা চলাকালীন সময়ে খাবার দোকান বন্ধ রাখার আহবান জানান।