Tags: ঘিওর, ভূমি সেবা সপ্তাহ, মানিকগঞ্জ
ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল” এ শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মানিকগঞ্জের ঘিওরে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে ঘিওর উপজেলা ভূমি অফিসের আয়োজনে অফিস চত্বরে বেলুন উড়িয়ে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করেন ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হামিদুর রহমান। ভূমি সেবা সপ্তাহস্বচ্ছ- জবাবদিহিমূলক ভূমি সেবা প্রদান ও সার্বিক ভূমি ব্যবস্থাপনাকে আরও সহজতর, জনবান্ধব, যুগোপযোগী, আধুনিক ও ডিজিটাল করার লক্ষ্যে এ ‘ভূমি সেবা সপ্তাহ ২০২২‘ এর উদ্বোধন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোহছেন উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ বিপুল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসিনা আক্তার পারভিন, ঘিওর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আনোয়ারুল হক, উপজেলা আ, লীগের দপ্তর সম্পাদক গৌরাঙ্গ কুমার ঘোষ ইউনিয়ন ভূমি অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
উপজেলা ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন উপলক্ষে বেলা সাড়ে বারোটায় সাংবাদিকদের সাথে এক মতবিনিময়ের আয়োজন করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,হয়রানিমুক্ত ও অনলাইনভিত্তিক ভূমি সেবা প্রদানে আমাদের মন্ত্রণালয় ব্যাপক কাজ করছে। আশা করি, কিছু দিনের মধ্যেই জনগণ এর সুফল পেতে শুরু করবে। আগামী ২৩ মে পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ চলবে। ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এবারের ভূমি সেবা সপ্তাহ সফলভাবে সম্পন্ন করার জন্য নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, সরকার ভূমি মালিকদের জন্য জমি বিরোধ নিরসন এবং নামজারী করতে ঝামেলা কমিয়ে ই নামজারী চালু করছে। ফলে টাউট দালালের খপ্পর থেকে ভূমি মালিকদের নিরাপত্তা বিধান করেছেন। সময়মত জমির খাজনা ও কর পরিশোধ করুন জমি আপনার আপনি নিরাপদে রাখুন। বর্তমান সরকার মানুষের হাতের মুঠোয় ভূমি সেবা দিচ্ছে। ভূমি মালিকদের প্রতি অনুরোধ আপনারা আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে জমি রেজিষ্ট্রেশন করে নিন।