মানিকগঞ্জের ঘিওরে বাক প্রতিবন্ধী একটি ছেলে পাওয়া গেছে। ছেলেটি বাক প্রতিবন্ধী হওয়ায় নিজের নাম, ঠিকানা কোনো কিছুই বলতে পারে না। ছেলেটিকে গত শুক্রবার ঢাকা আরিচা মহাসড়কের বরংগাইল বাসষ্ট্যান্ড এলাকায় পাওয়া যায়।
স্থানীয়রা খবর দিলে ঘিওর থানা পুলিশ ছেলেটিকে তাদের হেফাজতে রাখেন। এ ব্যাপারে ঘিওর থানায় জিডি করা হয়েছে। ঘিওর থানার ওসি তদন্ত মোঃ খালিদ মুনসুর শনিবার সন্ধ্যায় বলেন, বাক প্রতিবন্ধী ছেলেটিকে ইউএনও মহোদয়ের মাধ্যমে ঢাকার মিরপুর সরকারি কিশোর আশ্রয়নে পাঠানোর প্রক্রিয়া চলছে।
কেউ যদি ছেলেটিকে চিনে থাকেন কিংবা ছেলেটির ব্যাপারে অভিভাবকগণকে নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ করেছেন ঘিওর থানা পুলিশ। (অফিসার ইনচার্জ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব, ফোন – 01320094505 এবং ওসি তদন্ত মোহাম্মদ খালিদ মুনসুর 01320094506)