মানিকগঞ্জের ঘিওর উপজেলার তেরশ্রী কালি নারায়ন ইনষ্টিউশন খেলার মাঠে মরহুম ডাঃ জসিম উদ্দিন স্মৃতি নক-আউট ফুটবল খেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১ জুলাই) বিকেলে উপজেলার তেরশ্রী কালি নারায়ন ইনষ্টিউশন খেলার মাঠে এ খেলার আয়োজন করে তেরশ্রী স্পোটিং ক্লাব।
মনিরুল ইসলাম বাবুল বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জে.পি গ্লোবাল ট্রেড এর চেয়ারম্যান আলী মূর্তজা পলাশ। খেলাটি শুভ উদ্বোধন করেন ১ নং পয়লা ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হারুন অর রশিদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঘিওর উপজেলা সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল আজিজ, তেরশ্রী কে এন ইনষ্টিটিউশন এর প্রধান শিক্ষক শামচ্ছুনাহার, সাবেক শিক্ষক সোমেশ্বর প্রসাদ রায় চৌধুরী, পয়লা ইউনিয়নের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডর আব্দুল মোতালেব ভূইয়া, পয়লা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মন্ডল, সাধারণ সম্পাদক সামিউল প্রধান, তেরশ্রী স্পোটিং ক্লাবের আহবায়ক এ্যাড. রুবেল হোসেন, সদস্য সচিব আবুল আজাদ হোসেন প্রমুখ
প্রথম দিনের খেলায় জে.পি রাইডার্স ফুটবল দল ঢাকা, কহিনুর স্পোটিং ক্লাব ধুবুরিয়া নাগরপুর টাঙ্গাইল ৭-০ গোলে পরাজিত করে। খেলায় বিভিন্ন এলাকা থেকে আগত দর্শকরা মনোমুগ্ধকর খেলাটি উপভোগ করেন। এ টুর্নামেন্টে উপজেলার ৮টি দল অংশগ্রহণ করবে।