মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরীতে রবিবার সকালে ঐতিহ্যবাহী বারাঠা উত্তরণ সংঘের আয়োজনে ক্লাবের মাঠে স্বাধীনতা দিবস কাপ টূর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টূর্নামেন্টে মোট ৮টি দল অংশ নেয়।
ফাইনাল খেলায় মানিকগঞ্জ অল স্টার ক্রিকেট একাডেমি ৫ উইকেটে তাড়াইল কে.এল স্মৃতি সংসদকে পরাজিত করে। খেলার উদ্ধোধন করেন বিশিষ্ট শিক্ষানুরাগী এ্যাডঃ আহমেদ ইকবাল।
এসময় উপস্থিত ছিলেন- সংগঠনের সাবেক সভাপতি আহমেদ ইব্রাহিম যিশু, সাবেক সধারণ সম্পাদক শাহিদুজ্জামান শাহিদ, সংঘের বর্তমান সভাপতি মো আব্দুল আলিম, সাধারণ সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন (তপু), আবির, ফিরোজ, সাদ্দাম প্রমুখ।