Tags: কৃষক লীগ, ঘিওর, প্রতিষ্ঠাবার্ষিকী, রাজনীতি
বাংলাদেশ কৃষকলীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জ জেলা কৃষক লীগের উদ্যোগে ঘিওর উপজেলা কৃষক লীগ ও ইউনিয়ন কৃষক লীগসহ নানা কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল ১১ টায় ঘিওর উপজেলা বাসস্ট্যান্ড আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বাংলাদেশ কৃষক লীগের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। এসময় ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। এরপর ঘিওর আওয়ামী লীগ কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
ঘিওর উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুর রাজ্জাক ভিলুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- জেলা কৃষক লীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ আমজাদ হোসেন মানিক ঠাকুর, ঘিওর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলী ইকবাল বাহার শামীম, দপ্তর সম্পাদক গৌরাঙ্গ কুমার ঘোষ, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান দরজী লাভলু, উপজেলা কৃষক লীগের সহ-সম্পাদক মোঃ আকতার মোল্লা, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ বাবুল বেপারী, উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আয়নাল হক বাবু, আওয়ামী লীগ নেতা আব্দুল আলিম লেবু, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, বড়টিয়া ইউনিয়ন কৃষকলীগ সভাপতি মোঃ আব্দুল হাই (আরজু) প্রমুখ।