Tags: ঘিওর, পাট বীজ, মানিকগঞ্জ
মানিকগঞ্জের ঘিওরে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ঘিওর সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তিন শতাধিক কৃষকের মাঝে এই পাট বীজ বিতরণ করা হয়।
পাট অধিদফতর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উন্নত প্রযুক্তির পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় বিনা মূলে পাট বীজ বিতরণ করা হয়।
ঘিওর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, ইউপি সদস্য মোঃ লাভলু, জাহাঙ্গীর আলম, মোঃ মুসা, শহিদ উদ্দিন প্রমুখ।