Tags: ৭ মার্চ, ঘিওর, মানিকগঞ্জ
মানিকগঞ্জের ঘিওরে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে ঐতিহাসিক ৭মার্চ জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করা হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ মোহছেন উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইসতিয়াক আহমেদ শামীম, কাজী মাহেলা, ঘিওর উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, সাবেক ডেপুটি কমান্ডার কে এম সিদ্দিক আলী, ঘিওর থানা অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আতোয়ার রহমান, ঘিওর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাম প্রসাদ সরকার দিপুসহ উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা/কর্মচারী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।