Tags: অষ্টমী স্নান, ঘিওর, মানিকগঞ্জ
মানিকগঞ্জের ঘিওর পুরাতন ধলেশ্বরী নদীতে আজ শনিবার সকাল থেকে অষ্টমীর স্নান ও মেলা অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের মতো এবারও শুক্লা পক্ষের অষ্টমী তিথির এই দিনে হিন্দু সম্প্রদায়ের পুণ্যার্থীরা ঘিওরে ধলেশ্বরী নদীতে অষ্টমী স্নান করে। স্নাকে ঘিরে নদীর পাশে মেলা বসে।
সূর্যোদয়ের সাথে সাথে হিন্দু সম্প্রদায়ের লোকজন বৈদিকমন্ত্র উচ্চারণসহ ধলেশ্বরী নদীতে পূর্ব পূরুষের আত্মার শান্তির জন্য তর্পন করেন। ভোর বেলা থেকেই দলে দলে পুণ্যার্থীরা পরিবার পরিজন নিয়ে ধলেশ্বরী নদী পারে ছুটে আসেন। নদীতে স্নান সেরে গঙ্গা দেবীর পূজা অচনা করেন। সকাল থেকে হাজার হাজার পুণ্যার্থীরা স্নানে মিলিত হয়েছে।
অষ্টমীর স্নান কমিটির সভাপতি গোপাল চন্দ্র রায় জানান, প্রতি বছরের মতো এবারও অষ্টমীর স্নানের আয়োজন করা হয়েছে। অষ্ঠমীর স্নান কমিটির সাধারণ সম্পাদক নিখিল চন্দ্র সাহা জানান, প্রতি বছর অষ্টমীর স্নানে বহু লোকজনের আগমন ঘটে।
হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি নানা ধর্মের লোকজনের সমাগম ঘটে। এ সময় মিলন মেলায় পরিনত হয়। স্নান করতে আসা অরুনা বিশ্বাস জানান পাপ মোচন ও আত্নসুদ্ধ করার জন্য আমরা এখানে এসেছি।