Tags: গফরগাঁও
ময়মনসিংহের গফরগাঁওয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার মাইজবাড়ী হাতেম তাই উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে ১১নং লংগাইর ইউনিয়ন পরিষদ। এতে প্রধান অতিথি ছিলেন- গফরগাঁও প্রেসক্লাব সভাপতি ও লংগাইর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমীন বিপ্লব।
এতে আরো বক্তব্য রাখেন- লংগাইর ইউনিয়ন আ’লীগের আহবায়ক নিজাম উদ্দিন সরদার, সাবেক সভাপতি ওয়াহেদুর রহমান বাদল, উপজেলা যুবলীগের সদস্য জহিরুল ইসলাম, উপজেলা মহিলা আ’লীগের সদস্য রেহেনুমা তারান্নুম দিতি, যুগ্ম আহবায়ক ও ইউপি সদস্য ক্বারী রুহুল আমীন, ইউপি সদস্য মাহাবুবুল আলম রুবেল, মানিকসহ অন্যরা।
পরে স্থানীয় সূর্যসারথি খেলাঘর আসরের শিল্পীবৃন্দ সঙ্গীত পরিবেশন করেন।