Tags: গফরগাঁও
ময়মনসিংহের গফরগাঁওয়ে ইটবোঝাই লরিচাপায় রাকিব (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার সালটিয়া ইউনিয়নের দক্ষিণ পুখুরিয়া শিবগঞ্জ বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা লরিটি আটক করলেও চালক পালিয়ে যান। নিহত রাজিব পার্শ্ববর্তী ভালুকা উপজেলার হাজির বাজার এলাকার খাইরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গফরগাঁও পৌর শহরের তেজপাতা মার্কেট এলাকার ইমাম হাফসা হাফিজুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী রাকিব ছুটি নিয়ে এক সহপাঠীর বাইসাইকেল নিয়ে বাড়ি ফিরছিল। পথে গফরগাঁও-ভালুকা সড়কের শিবগঞ্জ বাইপাস মোড়ে লরিটি তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাজিবের মৃত্যু হয়।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি)মোঃ ফারুক আহম্মেদ বলেন, এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে একটি মামলা করেছেন। ইট বোঝাই লরিটি জব্দ করে থানায় আনা হয়েছে।এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ব’লেও তিনি জানান।