ময়মনসিংহের গফরগাঁওয়ে পণ্যে উৎপাদন ও মেয়াদের তারিখ উল্লেখ না করা এবং পন্যে মূল্য তালিকা না থাকায় ১৪টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২২ হাজার ৫০০টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার (৮ মার্চ) বিকেলে পৌর শহরের নতুন বাজার, মধ্য বাজার ও স্টেশন রোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাবেরী রায়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পণ্যে উৎপাদন ও মেয়াদের তারিখ উল্লেখ না করা এবং পন্যের মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারা অনুযায়ী ১৪ টি প্রতিষ্ঠানকে ওই অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাবেরী রায় ডেইলি নববার্তাকে বলেন, বতর্মান বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কিছু অসাধু ব্যবসায়ীদের জন্য ।দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরতে নিয়মিত বাজার মনিটরিং করা হবে।পণ্য মজুদ করে মূল্যবৃদ্ধি না করতে সতর্ক করা হয় ব্যবসায়ীদের।