ময়মনসিংহের গফরগাঁওয়ে গুদামজাত করে উচ্চমূল্যে সয়াবিন তেল বিক্রির অপরাধে তিন ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (১৪ মে) দুপুরে পৌর শহরের বেশ কয়েকটি স্থানে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ক্যাব যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার ভোক্তা অভিকারের সহকারী পরিচালক নিশাত মেহের পৌর শহরের শিবগঞ্জ রোড, পাট মহল ও বুধিয়া মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় পুরনো সয়াবিন তেল গুদামজাত করে উচ্চমূল্যে বিক্রি করায় ফরহাদ ষ্টোর, মামুন ষ্টোর, জহিরুল ষ্টোরসহ মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে এই তিন ব্যবসায়ীর কাছে সংরক্ষিত সয়াবিন তেল জনগণের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়।এ সময় উপস্থিত ছিলেন ক্যাবের সাধারণ সম্পাদক জিএম হেলালসহ গফরগাঁও থানা পুলিশ।
এ বিষয়ে ময়মনসিংহ জেলার ভোক্তা অধিকারের সহকারী পরিচালক নিশাত মেহের বলেন,ভেক্তা অধিকার সংরক্ষণের স্বার্থে আগামীতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।