ময়মনসিংহের গফরগাঁওয়ে সেচযন্ত্রে সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পর্শে জিহাদ (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার পাগলা থানাধীন নিগুয়ারী ইউনিয়নের নগরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নগরপাড়া গ্রামের বুলবুল মিয়ার ছেলে জিহাদ শুক্রবার দুপুর ১টার দিকে নিজেদের জমিতে পানি দেওয়ার জন্য সেচযন্ত্রে (সাবমার্সেবল পাম্প) বিদ্যুৎ সংযোগ দেওয়ার চেষ্টা করে। এ সময় বিদ্যুৎস্পর্শে জিহাদ গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যায়।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামান খান ডেইলি নববার্তাকে বলেন, সেচযন্ত্রে বিদ্যুৎ সংযোগ দিতে যেয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পর্শে ওই কিশোরের মৃত্যু হয়েছে।