Tags: গফরগাঁও, প্রধানমন্ত্রীর ঈদ উপহার
ময়মনসিংহের গফরগাঁওয়ে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে জমিসহ বাড়ি পাচ্ছেন ৫৫ ভূমিহীন ও গৃহহীন পরিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ এপ্রিল মঙ্গলবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে সুবিধাভোগিদের মাঝে এই বাড়ি বিতরণ করবেন।
রবিবার (২৪ এপ্রিল) বিকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবিদুর রহমান এসব তথ্য জানান।
এসময় সহকারী কমিশনার(ভূমি)কাবেরী রায়, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, গফরগাঁও প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, সাধারণ সম্পাদক আব্দুছ ছালাম সবুজসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
ব্রিফিংয়ে জানানো হয়, উপজেলায় ৫৫টি ঘর নির্মান কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এই ঘর সমূহের মধ্যে ৩য় পর্যায়ে ১ম ধাপের ৪০টি গৃহের নির্মান কাজ সমাপ্ত হয়েছে এবং ২য় ধাপের ১৫টি গৃহের নির্মান কাজ চলমান রয়েছে। আগামী ২৬ (এপ্রিল) উপকারভোগী পরিবারের নিকট জমির কবুলিয়ত দলিল,খতিয়ান ও সার্টিফিকেট প্রদান করা হবে।
দেশব্যপী মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপকার ভোগী পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে গৃহগুলো হস্তান্তর করবেন। এর আগে প্রথম পর্যায়ে ২০০টি এবং দ্বিতীয় পর্যায়ে ৭০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদান করা হয়েছে।