Tags: গফরগাঁও, সার্ভিস ডেস্ক
ময়মনসিংহের গফরগাঁও ও পাগলা থানায় মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের উদ্যোগে দুই গৃহহীন পরিবারের জন্য নির্মিত ঘর জমিসহ হস্তান্তর ও নারী, শিশু, বয়স্ক, প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব উদ্বোধন করেন।
জানা যায়, ময়মনসিংহ পুলিশ সুপারের ব্যবস্থাপনায় মুজিব ছায়া প্রকল্পের গৃহ নির্মাণ এর আওতায় গফরগাঁওয়ের হত দরিদ্র, গৃহহীন দুই নারী পেলেন মাথা গোজার ঠাঁই।উপজেলার রাওনা ইউনিয়নের পাঁচুয়া টানপাড়া গ্রামের গৃহহীন খাতেমুন্নেছা এবং পাগলা থানার দত্তেরবাজার ইউনিয়নের বিরই গ্রামের নুরজাহান বেওয়াকে ঘর উপহার দেওয়া হয়েছে।
ভিডিও কনফারেন্সে উদ্বোধনের পর এই দুই গৃহহীনকে ঘরের চাবি বুঝিয়ে দেন গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা খাতুন। এছাড়াও নারী, শিশু, বয়স্ক,প্রতিবন্ধী ব্যক্তিদের হেল্প ডেস্ক এর শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী।
এসময় ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফারুক আহম্মেদ,পরিদর্শক আনোয়ার হোসেন (তদন্ত),পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. রাশেদুজ্জামান ওসি (তদন্ত) সুমন চন্দ্র রায়সহ দুই থানার পুলিশ কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা।