Tags: গফরগাঁও, গ্রেপ্তার, গ্রেফতার
গফরগাঁওয়ে পুলিশের অভিযানে ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে গফরগাঁও থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
থানা সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে উপজেলার গফরগাঁও ইউনিয়নের পড়শীপাড়া এলাকা থেকে ওয়ারেন্টভূক্ত আসামী ছহুর উদ্দিন, আলম মিয়া, নাছিমা খাতুন ও সালটিয়া ইউনিয়নের হাটুরিয়া থেকে শফিকুল ইসলামকে জনবিঘ্ন সৃষ্টি করায় গ্রেপ্তার করা হয়েছে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফারুক আহম্মেদ বলেন, আসামীদের সংশ্লিষ্ট মামলায় শনিবার আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেল হাজতে পাঠানো হয়েছে।