ময়মনসিংহের গফরগাঁওয়ে বসত ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে সুফিয়া খাতুন (৩০) নামে সাড়ে আট মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে নিগুয়ারী ইউনিয়নের পাতলাশী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন। খবর পেয়ে পাগলা থানা পুলিশ ঘরের দরজা ভেঙে লাশ উদ্ধার করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাগলা থানার পাতলাশী গ্রামের খোরশেদ মিয়ার ছেলে জাকির হোসেনের স্ত্রী সুফিয়া খাতুন দুই সন্তানের জননী ও আট মাসের অন্তঃসত্ত্বা। তাঁদের ঘরে ১০ বছর বয়সী এক ছেলে ও ৪ বছর বয়সী এক মেয়ে আছে। পারিবারিক বিষয় নিয়ে স্বামী জাকির হোসেনের সঙ্গে স্ত্রী সুফিয়া খাতুনের মনোমালিন্য চলছিল।শ্বশুর-শাশুড়ী বাড়িতে না থাকায় শুক্রবার বিকাল ৩টার দিকে সুফিয়া খাতুন বসতঘরের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না বেঁধে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। ঘটনার পর স্বামী জাকির হোসেন বাড়ি থেকে পালিয়ে যান। পরে প্রতিবেশীরা বিষয়টি পাগলা থানায় জানালে পুলিশ এসে সুফিয়া খাতুনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামান খান ডেইলি নববার্তাকে বলেন- স্বামীর সঙ্গে অভিমানে এ আত্মহত্যার ঘটনাটি ঘটে থাকতে পারে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা করা হবে।