Tags: কুড়িগ্রাম, রবীন্দ্রনাথ ঠাকুর, সাহিত্য
কুড়িগ্রামে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মজয়ন্তী পালন করা হয়েছে।
গতকাল রোববার সন্ধায় প্রচ্ছদ কুড়িগ্রাম মিলনায়তনে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
এ সময় কবিগুরুর জীবনী নিয়ে বক্তব্য রাখেন- সাংস্কৃতিক সংগঠক মানিক চৌধুরী, শ্যামল ভৌমিক, শাহানুর রহমান, সোলায়মান বাবুল, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক সাতকড়ি রায় নীলু প্রমূখ।
পরে কবিতা আবৃত্তি, সংগীত অনুষ্ঠান ও নৃত্য পরিবেশন করে স্থানীয় শিল্পীরা।