Tags: কুড়িগ্রাম, ঝড়-বৃষ্টি, মৃত্যু
কুড়িগ্রামের চর রাজীবপুর উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে গাছ চাপায় সুফিয়া বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
গত মঙ্গলবার (২৬ এপ্রিল) রাতে উপজেলা সদরের শিবেরডাঙ্গী গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত গৃহবধূ ওই এলাকার দুলাল মিয়ার স্ত্রী।
চর রাজীবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. ফাহমিদা জানান, শরীরে গুরুতর আঘাত নিয়ে একজন মহিলাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এসময় পরীক্ষা করে দেখা যায় তিনি হাসপাতালে আসার আগেই মৃত্যুবরণ করেছেন।
এ ব্যাপারে চর রাজীবপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত চক্রবর্তী জানান, খবর পেয়ে নিহতের বাড়ী পরিদর্শন করা হয়। পরিবারটিকে সহায়তা প্রদান করা হবে বলে তিনি সাংবাদিকদের জানান।