জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (৪-৭ জুন ২০২২ খ্রি.) উপলক্ষ্যে পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে হলরুমে সোমবার দুপুরে জাতীয় ভিটামিন এ ক্যাপসুল উদযাপন উপলক্ষে এ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সুজন সাহার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. খালেদা খাতুন রেখা।
বিশেষ অতিথির রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, অফিসার ইনচার্জ বনি আমিন, ডক্টর আরিফা সিদ্দিকা, ডাক্তার সুব্রত কর্মকার, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার, সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাব সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার সহ আরো অনেকে।