Tags: আফরিন মোহনা, তোমাকে চাই নাটক, বিনোদন
আফরিন মোহনা ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রির এ সময়ের একজন নবাগতা অভিনেত্রী। ইতোমধ্যেই দেশের স্বনামধন্য চলচ্চিত্র প্রযোজক এবং পরিচালক মো. ইকবাল প্রযোজিত এবং পরিচালিত ‘বিট্রে’ শিরোনামের সিনেমায় বিশেষ চরিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এ সিনেমায় অভিনয় করছেন এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলী এবং জিয়াউল রোশান৷
তবে, সিনেমায় অভিষিক্ত হবার পূর্বে নাটক, মিউজিক ভিডিও এবং ওয়েব ফিল্মেও দর্শকরা ভালোভাবেই লুফে নিয়েছেন আফরিন মোহনাকে। মূলত, ‘ভাইরাল’ শিরোনামের ওয়েব ফিল্মে নান্দনিক এবং অসাধারণ অভিনয়শৈলির মধ্য দিয়ে পরিচালক, প্রযোজকসহ দর্শকদের নজর কাড়েন আফরিন মোহনা। প্রধানত, এই ওয়েব ফিল্মকেই তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। অনন্য মামুনের গল্পে এবং পাপ্পু রাজের চিত্রনাট্যে এই ওয়েব ফিল্ম পরিচালনা করেছিলেন আদর মির্জা। আর এই ওয়েব ফিল্মের অন্যতম আকর্ষণ ছিলো টিকটক সেলিব্রিটি খ্যাত ইয়াছিন আরাফাত ওরফে অপু ভাই৷
অন্যদিকে, ‘তোমাকে চাই’ শিরোনামের নতুন একটি নাটকে এবার চুক্তিবদ্ধ হয়েছেন মিস্টি হাসির এই নবাগতা অভিনেত্রী। মহিন চৌধুরীর পরিচালনায় এই নাটকে আফরিন মোহনার বিপরীতে অভিনয় করবেন শাওন রুদ্র। তাছাড়া, আরও অনেককেই দেখতে পাওয়া যাবে এই নাটকে৷ নাটকটি প্রযোজনা করছেন নূর হক এবং খুব শীঘ্রই দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘মাছরাঙা টেলিভিশন’- এর পর্দায় নাটকটি দেখতে পাওয়া যাবে বলে গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন নাটকটির পরিচালক মহিন চৌধুরী।
এদিকে, ভিন্ন আমেজের এই নাটকটি নিয়ে দারুণভাবে আশাবাদী নাটকটির সঙ্গে সংশ্লিষ্টরা। আগামীকাল ১০ মার্চ (বৃহস্পতিবার) থেকেই বিভিন্ন মনোমুগ্ধকর ও নয়নাভিরাম পরিবেশে নাটকটির শুটিং শুরু হবে বলে জানতে পারা যায়। তবে এখন দেখার বিষয়, আফরিন মোহনা এই নাটকের মাধ্যমে কতোটা দর্শকদের মন এবং মননে নিজের স্থান পাকাপোক্ত করে নিতে পারেন এবং তাদের কাছে আরও বেশি প্রিয় হয়ে উঠতে পারেন।