Tags: অগ্নিকাণ্ড, কুড়িগ্রাম
কুড়িগ্রামের উলিপুরে অগ্নিকান্ডে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতি হয়েছে প্রায় ১৩ লাখেরও বেশি টাকা।গতকাল ভোররাতে উপজেলার ধরনী বাড়ী ইউনিয়নের মুন্সিবাড়ী বাজারে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান,ওই বাজারের রিপনের পানের দোকান থেকে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুন লেগে পার্শ্ববর্তী মিজান হার্ডওয়ারের দোকানে গ্যাসের সিলিন্ডারে আগুন লাগে।
এরপর মুহুর্তেই আগুন পার্শ্ববর্তী দ্রুত ছড়িয়ে পড়ে জহুরুলের চায়ের দোকানে টিভি, ফ্রিজ, আসবাবপত্রসহ সাদিয়া টেলিকমের বিভিন্ন মোবাইল যন্ত্রাংশ, কম্পিউটার ও মিজান হার্ডওয়ারের অনেক মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ঘটনার একঘন্টা পরে খবর পেয়ে উলিপুর ফায়ার সার্ভিসের দুইটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,এতে ওই ৪ ব্যবসায়ীর আগুনের পুড়ে প্রায় ১৩লাখ টাকার ওপর মালামাল ক্ষতি সাধিত হয়েছে।
এ ব্যাপারে উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ সাইফুর রহমান জানান,খবর পেয়ে আমাদের দুটি টিম আধাঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।তবে ক্ষতির পরিমান তদন্ত করে বলা যাবে বলেও তিনি জানান।