Tags: ইমা আক্তার কথা, নাটক ‘লাভ মাষ্টার’, বিনোদন
মুক্তি পেতে যাচ্ছে সবার প্রিয় অভিনেত্রী ইমা আক্তার কথা’র সিঙ্গেল নাটক ‘লাভ মাষ্টার’। নাটকটি পরিচালনা করেছেন রাইসুল তমাল। নাটকটিতে অভিনয় করেছেন সাব্বির অর্নব, মুনমুন, আনোয়ার হোসেন ও ইমা আক্তার কথাসহ আরো অনেকে।
নাটকটি নিয়ে পরিচালক রাইসুল তমাল ডেইলি নববার্তাকে বলেন, আমার এই নাটকে সবাই খুব ভালো অভিনয় করেছে আশা করি দর্শকরা হতাশ হবেন না।
অভিনেত্রী ইমা আক্তার কথা বলেন, নাটকটির নাম যেমন সুন্দর তেমনি নাটকের দৃশ্যগুলো খুব ভালো। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার যারা ভক্ত আছেন তারা অবশ্যই নাটকটি দেখবেন। আপনারা বেশী বেশী নাটক দেখলে আমাদের কাজের অনুপ্রেরণা বাড়বে।