Tags: ইমরান মাহমুদুল, বিনোদন, সাবিলা নূর
টেলিভিশনের পর্দার প্রিয়মুখ সাবিলা নূর সারাবছর নাটকের শুটিং নিয়েই ব্যস্ত থাকেন। গেল বছরে অভিষেক ঘটেছে ওটিটি প্লাটফর্মেও। এখন ঈদকে ঘিরে বেশ ব্যস্ত সময় পার করছেন। এরমধ্যেই অংশ নিলেন একটি মিউজিক ভিডিওর শুটিংয়ে। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য নাটক, বিজ্ঞাপনে কাজ করা হলেও গানের মডেল হতে দেখা যায়নি তাকে। এবারই প্রথম এই অভিজ্ঞতা নিলেন।
নাম ঠিক না হওয়া এই গানটি লিখেছেন কবির বকুল এবং সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সাবিলার সঙ্গে গানের মডেলও হয়েছেন এই গায়ক। রাজধানীর তিনশো ফিটসহ বিভিন্ন লোকেশনে এর চিত্রায়ন হয়েছে। ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা।
সাবিলা নূর বলেন, ‘নাটক কিংবা বিজ্ঞাপন করা হলেও কখনো মিউজিক ভিডিওর মডেল হওয়া হয়নি। তা ছাড়া ভাবলাম, নতুন একটা কিছু করা যেতেই পারে। পরীক্ষামূলকভাবে কাজটি করে দেখিই না, কেমন হয়। এ কারণে কাজটি করছি। ইমরানের গান তো ভালো-ই হয়, তা ছাড়া শ্রোতারাও বেশ পছন্দ করেন। আমার নিজেরও ইচ্ছে ছিলো তার গানে কাজ করার, এবার সেটাও হলো। সবকিছু ব্যাটে-বলে মিলে যাওয়ায় কাজটি করেছি। যেহেতু এরকম কোন অভিজ্ঞতা আমার ছিলো না, ইমরান ভাইয়া বেশ সহযোগিতা করেছেন আমাকে। খুব সুন্দর একটি গল্পে ভিডিওটি নির্মিত হয়েছে। আশা করছি শ্রোতাদর্শকদের ভালো লাগবে।’
আগামী ঈদুল ফিতরে সিএমভিতে গানটি প্রকাশের কথা রয়েছে।