Tags: আটোয়ারী, উঠান বৈঠক, পঞ্চগড়
পঞ্চগড়ের আটোয়ারীতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতীয় সংস্থা, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের (২য় পর্যায়) বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে ‘তথ্য আপা’ প্রকল্পের আওতায় উপজেলার তোড়িয়া ইউনিয়নের ৯৯নং পশ্চিম নিতুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উপজেলা তথ্যসেবা সহকারী রওশন আরা’র সঞ্চালনায় তথ্যসেবা কর্মকর্তা (অঃদা) রানু কুননাহার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা করুনাকান্ত রায়, বীর মুক্তিযোদ্ধা মোঃ কলিম উদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা পশিম উদ্দিন প্রমূখ।
প্রায় দুই শতাধিক অসহায় সেবা বঞ্চিত তৃণমূল পর্যায়ের নারীর অংশগ্রহণে অনুষ্ঠিত উঠান বৈঠকে বর্তমান সরকারের নারীবান্ধব উদ্যোগেসমূহ, বিভিন্ন ভাতা বিষয়ক তথ্য, নারীর স্বাস্থ্য ও পুষ্টি এবং মহিলাদের স্বাবলম্বী করতে তথ্য কেন্দ্রের সার্বিক কার্যক্রম ও ফ্রি স্বাস্থ্য সেবা, বাল্যবিবাহ, সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিরোধ ও ডিজিটাল সেবা সম্পর্কে বিস্তারিত তথ্য বক্তরা তুলে ধরেন।