Tags: দেবীগঞ্জ সংবাদ, পঞ্চগড়
পঞ্চগড়ের দেবীগঞ্জে অনলাইন গণমাধ্যম হিসেবে যাত্রা শুরু করেছে দেবীগঞ্জ সংবাদ। শনিবার দেবীগঞ্জ কলেজের হল রুমে বিকাল সাড়ে তিনটায় এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেন নিউজ পোর্টালটির উদ্যোক্তাগণ।
‘মাটি, মানুষ ও প্রকৃতির কথা বলে’ এই স্লোগানকে সামনে রেখে ক্রমান্বয়ে দেবীগঞ্জ সহ গোটা পঞ্চগড়ের উন্নয়ন, সম্ভাবনা, সমস্যাসহ সংবাদের বিভিন্ন শাখায় সমৃদ্ধ হবে ‘দেবীগঞ্জ সংবাদ’ নিউজ পোর্টালটি।
দেবীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সদস্য জামিল হাসানের সঞ্চালনায় এবং সভাপতি হরিশ চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক চিশতি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু, দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বকর সিদ্দীক, দেবীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সহ সভাপতি মাসুদ পারভেজ, সাধারণ সম্পাদক নাজমুস সাকিব মুন, সাংগঠনিক সম্পাদক অবিনাশ রায় প্রমুখ।
দেবীগঞ্জ সংবাদ এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ইমরান আলী। একই সাথে তিনি নিউজ পোর্টালটির প্রকাশক। বার্তা সম্পাদক হিসেবে দায়িত্বে থাকবেন তরুণ সাংবাদিক সিরাতুল মোস্তাকিম।